জেনে অবাক হবেন
জেনে অবাক হবেন যে- ক্ষুদ্র প্রাণি মশার রয়েছে ৪৮টি দাঁত, ১০০টি চোখ, ৩টি পূর্ণাঙ্গ হৃৎপিণ্ড ও ৬টি ডানা। তাদের নাকের নিচে রয়েছে ৬টি ধারালো ছুরি। মশা অন্ধকারেও লক্ষবস্তু নির্ধারণ করতে পারে। মশার আছে রক্ত পরিমাপক যন্ত্র যা দিয়ে মশা রক্ত পছন্দ করে। কারণ তারা সব রক্ত খায় না এবং স্ত্রী মশাই শুধু কামড়ায়। বিশ্বজুড়ে তিন হাজার ৫শ’ প্রজাতির মশা রয়েছে। মশা সেকেন্ডে ৩০০-৬০০ বার ডানা ঝাপটাতে পারে। প্রতিবছর মশার কামড়ে বিশ্বে দুই মিলিয়ন মানুষ মারা যায়। তবে, বিপদজনক প্রাণিটির জীবনকাল মাত্র তিন দিন। |
No comments