ইসরায়েলে ১৬ সেনার আত্মহত্যা!
ইসরায়েলে ২০১৬ সালে সেনাবাহিনীর অন্তত ৫৫ সদস্য মারা গেছেন। এদের মধ্যে ১৬ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ইসরায়েল সেনাবাহিনীর এক পরিসংখ্যানের উঠে এসেছে এমন তথ্য। খবর আনাদোলু নিউজ এজেন্সি।
ইসরায়েলি সেনাবাহিনীর পরিসংখ্যানের বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, ১২জন গাড়ি দুর্ঘটনায়, ৯জন গুলিতে ও অন্যান্যরা শারীরিক অসুস্থতা ও ফিলিস্তিনি হামলায় নিহত হয়েছেন।
এর আগের বছর ২০১৬ সালে দেশটির ৪১ সেনাসদস্য নিহত হয়। এদের মধ্যে ১৫ সেনাসদস্য আত্মহত্যা করেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ২০০০ সালের শুরুর দিকে সেনাবাহিনীর সদস্যদের আত্মহত্যার যে হার ছিল তা বর্তমানে ৫০ শতাংশ কমেছে।
আত্মহত্যার হার কমে এলেও সেনাসদস্যদের প্রাণহানির পরিমাণ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। ২০১৬ সালে ৪১ সেনার প্রাণহানি ঘটলেও তা আগের বছরের চেয়ে বেড়েছে ৩০ শতাংশ। ২০১৫ সালে দেশটির অন্তত ৩৬ সেনাসদস্য নিহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর পরিসংখ্যানের বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, ১২জন গাড়ি দুর্ঘটনায়, ৯জন গুলিতে ও অন্যান্যরা শারীরিক অসুস্থতা ও ফিলিস্তিনি হামলায় নিহত হয়েছেন।
এর আগের বছর ২০১৬ সালে দেশটির ৪১ সেনাসদস্য নিহত হয়। এদের মধ্যে ১৫ সেনাসদস্য আত্মহত্যা করেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ২০০০ সালের শুরুর দিকে সেনাবাহিনীর সদস্যদের আত্মহত্যার যে হার ছিল তা বর্তমানে ৫০ শতাংশ কমেছে।
আত্মহত্যার হার কমে এলেও সেনাসদস্যদের প্রাণহানির পরিমাণ আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। ২০১৬ সালে ৪১ সেনার প্রাণহানি ঘটলেও তা আগের বছরের চেয়ে বেড়েছে ৩০ শতাংশ। ২০১৫ সালে দেশটির অন্তত ৩৬ সেনাসদস্য নিহত হয়।
No comments