চট্টগ্রামে আবর্জনাবাহী গাড়ি চাপায় যুবকের মৃত্যু
চট্টগ্রামে সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ি চাপায় মো. শুভ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
শুভ কুমিল্লার বুড়িশ্চংয়ের রামপুরা এলাকার মো. সুমনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ নম্বর গেইটের বিপ্লব উদ্যানের সামনের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সিটি করপোরেশনের আবর্জনাবাহী একটি ট্রাক শুভকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
শুভ কুমিল্লার বুড়িশ্চংয়ের রামপুরা এলাকার মো. সুমনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ নম্বর গেইটের বিপ্লব উদ্যানের সামনের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সিটি করপোরেশনের আবর্জনাবাহী একটি ট্রাক শুভকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
No comments