‘চিরকাল’ নিষেধাজ্ঞা থাকলেও টিকে থাকব : কাতার
যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মেশাল বিন হামাদ আল থানি বলেছেন, আরব জোটের নিষেধাজ্ঞার অধীনে টিকে থাকতে পারবে কাতার। একই সঙ্গে তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ইতি টানার আহ্বান জানিয়েছেন তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মেশাল বিন হামাদ আল থানি বলেন, ‘আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব পড়েনি। কাতার নিজেদের অর্থনীতিতে অনেক বলিষ্ঠ। আর আমরা স্বাচ্ছন্দ্যকর অবস্থাতেই আছি। আমরা এভাবে চিরকাল চালিয়ে যেতে পারব।’ রয়টার্স জানিয়েছে, কাতারকে দেয়া ১৩ দফা শর্ত প্রত্যাহারে সৌদি আরবসহ চারটি আরব দেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।
No comments