রোহিঙ্গা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি: জাতিসংঘ
মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং জি লি। খবর আনাদলু এজেন্সির। তিনি বলেন, গত জানুয়ারি মাসে আমাদের সর্বশেষ পরিদর্শনের পর পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আমরা এখনো অব্যাহতভাবে সেখানে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট পাচ্ছি। গত বছরের অক্টোবর মাসে রাখাইন রাজ্যে তিন পুলিশ সদস্যের মৃত্যুর পর সেনাবাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানে উদ্দেশ্যমূলকভাবে মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। সেনা অভিযানে ১০৬ জন রোহিঙ্গা নিহত হয় বলে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করে। তবে রোহিঙ্গাদের একটি গ্রুপের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৪০০ জন। গত এপ্রিলের মাঝামাঝি সেখানে সেনাবাহিনীর অভিযান শেষ হয়। অভিযান শেষ হলেও সেখানে কোনো সাহায্যদাতা বা গণমাধ্যমকে প্রবেশ করতে দেয়া হয়নি।
No comments