কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার-১

কলপাড়া উপজেলার বানাতিবাজার জনতা স্কুলের পিছন থেকে ৮৪ পিস ইয়াবাসহ মন্নান মুন্সী (৩০) কে গ্রেফতার করেছে বরিশাল-১০ এপিবিএম পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এস আই কবির, এস আই দাউদ, এস আই মুজিবুর রহমামসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার ইফতারির সময় তাকে গ্রেফতার করে কলাপাড়া থানায় প্রেরণ করা হয়। ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান বলেন, মন্নান দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আটক করার সময় তার কাছে কয়েক হাজার ইয়াবা ছিল। কিন্তু অভিযান চলাকালীন সময় পানিতে পড়ে গেলে ৮৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মোঃ আলী মুন্সীর পুত্র আটক মন্নান মুন্সীর বাড়ি কলাপাড়া উপজেলার কলাউপাড়া গ্রামে।
No comments