কুমিরের মুখে যুবকের মাথা, অতঃপর...

মানুষকে বিনোদন দিতে গিয়ে নিজেকেই ঝুঁকির মুখে ঠেলে দেয়া নিঃসন্দেহে বোকামি। তবুও এ রকম ঘটনা আমাদের চোখে পড়ে অনেক সময়। এমনই একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডের চিড়িয়াখানায়। ঘটনার দিন চিড়িয়াখানাকর্মী এক যুবক একটি কাঠের টুকরো নিয়ে প্রকাণ্ড কুমিরের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলেন। তারপর কায়দা করে সেটি বের করে আনছিলেন তিনি। আর এ দৃশ্য দেখে আনন্দ পাচ্ছিলেন দর্শকরা। তবে এভাবে খেলা দেখানোর একপর্যায়ে ওই যুবক হঠাৎ করেই কুমিরটির মুখে নিজের মাথা ঢুকিয়ে দেন। অকুতোভয় কাণ্ড দেখে শিউরে উঠেন দর্শকরা। কুমিরটি প্রথমে বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল। যুবক তার মাথা বের না করায় ভয়ঙ্কর হিসেবে পরিচিত উভচর প্রাণীটি আচমকাই তার মুখ বন্ধ করে দেয়। এমন বিপদে পড়ে হকচকিয়ে যান যুবক। বেশ কয়েক সেকেন্ড কুমিরের মুখে বন্দি থাকার পর জোরে চেঁচাতে শুরু করেন তিনি। অতঃপর, ‘ঘাবড়ে’ গিয়ে কুমিরই তাকে ছেড়ে দিয়ে সরে যায়। ওয়েবসাইট।
No comments