‘আমরা কিন্তু এ বিষয়টির সঙ্গে অভ্যস্ত’ by মারুফ কিবরিয়া
বেশ
কিছুদিন দেশের বাইরে ছিলেন স্বাগতা। এরপর ফিরেই নিয়মিত হয়েছেন। তবে খুব যে
বেশি কাজ তিনি করছেন তা নয়। ব্যস্ততার কথা জানতে চাইলে জনপ্রিয় এ
অভিনেত্রী জানান, বেশ কিছু খন্ড নাটক ও দুটি স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্রে
অভিনয় করেছেন কিছু দিন আগেই। এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকগুলোর গল্প ভালো
ছিল। সে সঙ্গে স্বল্পদৈর্ঘ্যরে কাজ দুটিও দারুণ ছিল। সব তো গল্পের ওপর
নির্ভর করে। সেজন্য গল্প ভালো হওয়ায় রাজি হয়েছি কাজগুলো করতে। অভিনয়ের
পাশাপাশি উপস্থাপনা নিয়েও ব্যস্ত স্বাগতা। গত বছর থেকে প্রচারে আসা ‘সোনালী
দিনের রূপালি গল্প’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। এটি
বাংলাভিশনের প্রচার হচ্ছে। কাজটিতে শুরু থেকেই দর্শক সাড়া পাচ্ছেন বলেন
জানান স্বাগতা। তিনি বলেন, আগেই বলেছিলাম চমকে ভরা একটি অনুষ্ঠান নিয়ে
হাজির হবো। আমি আমার কথা রেখেছি। এটি একটি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান। পুরনো
দিনের সিনেমার নানা মজার মজার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। প্রচারের
শুরু থেকে দারুণ সাড়া পাচ্ছি। আশা করছি সামনে এটি দর্শকের আরো প্রিয়
অনুষ্ঠানে পরিণত হবে। এর আগে বাংলাভিশনেই ‘সিনেবিট সাদাকালো’ নামের একটি
অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন স্বাগতা। এরই ধারাবাহিকতায় ‘সোনালী দিনের
রূপালি গল্প’ নিয়ে হাজির হয়েছেন তিনি। এই অনুষ্ঠানটি ছাড়া ‘সময় কাটুক গানে
গানে’ নামের আরো একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
এদিকে গতবছরও বেশ কিছু ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করেছিলেন স্বাগতা। তবে
এ মুহূর্তে কোনো ধারাবাহিকে কাজ করছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি
ভালো গল্পের পক্ষে। টানা অনেক কাজ করতে হবে তা নয়। ভালো গল্প পেলে
ধারাবাহিকে অভিনয় করবো। নয়তো কাজ করবো না। ধারাবাহিকের চেয়ে খন্ড নাটকের
প্রতিই বেশি আকর্ষণ স্বাগতার। কারণ এ ধারার নাটক দর্শক একটা সীমিত সময়ের
মধ্যে দেখে শেষ করতে পারেন। তাছাড়া তারা বিনোদনের মাধ্যম হিসেবে খন্ড
নাটককেই বেশি প্রাধান্য দেন বলে মনে করেন এ অভিনেত্রী। প্রসঙ্গক্রমে
স্বাগতা বলেন, সিরিয়ালের চেয়ে সিঙ্গেল কিংবা টেলিফিল্মে কাজ করে বেশি
সাচ্ছন্দ্যবোধ করি। কারণ এ ধরনের নাটকের গল্পটা শেষ হয়। আর সিরিয়ালে তো
গল্প ঝুলে থাকে। দর্শককে অপেক্ষা করতে হয়। কিন্তু খন্ড নাটকের ক্ষেত্রে তা
হয় না। পুরো নাটকটা এক ঘন্টায় শেষ হয়। বর্তমান সময়ে টিভি মাধ্যম খারাপ
সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছে বলে অনেকে মনে করেন। ভালো গল্প সমৃদ্ধ নাটক
নেই, অনুষ্ঠানের কন্টেন্ট ভালো নয়সহ অনেক অভিযোগ প্রায়ই শোনা যায়।
দীর্ঘদিনের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে এ বিষয়টিকে স্বাগতা কিভাবে দেখছেন?
তিনি বলেন, একটা কথা আগেই বলে রাখি। এত এত চ্যানেল হয়েছে যেখান থেকে ভালো
খারাপ যাচাই করাটা দুরূহ ব্যাপার। আমার অবস্থানের কথা যদি বলি, আমাদের
চ্যানেলগুলোতে প্রচুর সংখ্যক বিদেশী সিরিয়াল প্রচার হচ্ছে। নাটকের সংখ্যা
কমে গেছে। নাটকে ভালো গল্পও খুব কম পাওয়া যাচ্ছে। আবার একই অনুষ্ঠান বারবার
রিপিট হচ্ছে। এক কথায় টিভিতে কন্টেন্ট কমে গেছে। এসব কারণে দর্শকও অনেক
কমে গেছে বলে আমার মনে হয়। আরেকটা কথা ইদানিং অনেক শোনা যাচ্ছে। তা হলো
আমাদের দেশে অনেক চ্যানেল। কিন্তু বিশেষায়িত কোনো চ্যানেল নেই। সবকটিতেই
গান, অনুষ্ঠান, নাটক, টক শো, খবর প্রচার চলছে। এ প্রসঙ্গে স্বাগতার কাছে
জানতে চাইলে তিনি বলেন, আমরা কিন্তু এ বিষয়টির সঙ্গে অভ্যস্ত। কারণ বিটিভি
এমনভাবেই চলে আসছে সবসময়। এখন অনেক চ্যানেল হয়েছে। আর সেজন্য অনেকে মনে
করেন স্পেশালাইজড চ্যানেল প্রয়োজন। ২০১৫ সালে চিত্রগ্রাহক রাশেদ জামানের
সঙ্গে সংসার জীবন শুরু করেন স্বাগতা। কেমন কাটছে তাদের এ সংসার। স্বাগতা
বলেন, শুরু তো করলাম। ভালোই যাচ্ছে। নতুন বাসা নিয়েছি। আগে বনানীতে ছিলাম।
এখন বসুন্ধরায় উঠেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
No comments