নাদিয়ার চিৎকারে সাব্বির চুপ
আর ক’দিন পরই ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর উত্তরা, পুবাইল, ধানমণ্ডি, নিকেতন, গুলশান, বনানীসহ বিভিন্ন স্থানের শুটিং হাউসগুলোতে এখন নাটক-টেলিফিল্ম নির্মাণের ধুম পড়েছে। শুটিং লোকেশন ঘুরে এসে বিস্তারিত লিখেছেন অভি মঈনুদ্দীন ডেটলাইন ২২ আগস্ট। রাজধানীর উত্তরায় স্বপ্নীল-টু শুটিং হাউসে তখন শুটিং চলছিল গুণী নাট্য নির্মাতা আমিরুল ইসলাম অরুণ রচিত ও নির্দেশিত ছয় পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘ভালো থাকার সাতটি উপায়’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছিলেন মীর সাব্বির ও নাদিয়া। শুটিং হাউসে প্রবেশ করেই জানা গেল পরিচালক অরুণ দ্বিতীয় তলায় শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত। বিকাল তখন চারটারও বেশি। রাত ১১টার মধ্যে শুটিং শেষ করতে হবে। দ্বিতীয় তলায় ড্রইংরুমে প্রবেশ করেই দেখা গেল মীর সাব্বির ও নাদিয়া চিৎকার করছেন। দু’জনেই সোফার উপর বসা। নাদিয়া বলছেন, ‘কি চাও, কিছু বলবে? জবাবে সাব্বির সোফার উপর পা তুলে বললেন, ‘নাহ... এমনি পাশে এসে বসলাম।’ নাদিয়া বলেন, ‘এমনি মানে? এ তুমি সোফার উপর পা তুলে বসছো কেন? পা নামাও। ভদ্রলোকের মতো বসতো পারো না?’ মীর সাব্বির পা নামায়। আর বলেন চা খাবে? চা বানিয়ে দেই’ এই বলে মীর সাব্বির ভেতরে চলে যান।
নাদিয়া টিভিতে সিরিয়াল দেখতে থাকেন। কিছুক্ষণ পরেই চা বানিয়ে আবার নাদিয়ার কাছে আসেন সাব্বির। কিন্তু চায়ের কাপে চুমুক দিয়েই উত্তেজিত হয়ে পড়েন নাদিয়া। নাদিয়া বলেন, ‘এটা কোনো চা হল, মুখে দেয়া যায় না! এক কাপ চাও বানাতে পারো না। তুমি কি বলোতো ছি!’ এভাবেই বেশ কিছুক্ষণ দৃশ্য ধারণের কাজ চলতে থাকে। নাদিয়া এ নাটকে সীমু চরিত্রে এবং মীর সাব্বির ইকতার চরিত্রে অভিনয় করছেন। নাটকটি নিয়ে পরিচালক আমিরুল ইসলাম অরুণ বলেন, ‘একজন অস্থির চিত্তের বেকার মানুষ কীভাবে তার জীবনকে সুখী করতে পারে তার সাতটি উপায় বের করে। এই নিয়ে নাটকের মূল গল্প।’ এরমধ্যে কিছুটা বিরতি। এই সময়েই মেকাপ রুমে বসে কথা হয় মীর সাব্বির ও নাদিয়ার সঙ্গে। মীর সাব্বির বলেন, ‘এটি একটি কমেডি বেইজড নাটক। ঈদে এই ধরনের নাটকই দর্শক বেশি পছন্দ করেন। আমি কাজ করে খুব মজা পাচ্ছি।’ নাদিয়া বলেন, ‘এই নাটকের গল্পে এবং সংলাপে একটু ভিন্নতা আছে। সাব্বির ভাইয়ের সঙ্গে সব সময়ই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’ গল্পে গল্পে আবারও মীর সাব্বির নাদিয়া ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালেন। পরিচালকের কাছ থেকে আমরাও বিদায় নিয়ে চলে এলাম। যাওয়ার আগে জানলাম ‘ভালো থাকার সাতটি উপায়’ নামক এই ঈদ ধারাবাহিকটি আসছে ঈদে জিটিভিতে প্রচার হবে।
No comments