জার্সি নম্বর ৯০ মুস্তাফিজের
মুস্তাফিজুর রহমানের জার্সির নম্বর ৯০। সাসেক্সের হয়ে টি ২০ ও ওয়ানডেতে ৯০ নম্বরের জার্সি পরে খেলবেন এই বাঁ-হাতি পেসার। বাংলাদেশ জাতীয় দল ও ভারতের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেও ৯০ নম্বর জার্সি মুস্তাফিজের। হলুদ ও কালো দুটি জার্সি বুধবারই পেয়ে গেছেন তিনি। এদিন ইংল্যান্ডে পৌঁছে তিনি সোজা চলে যান হোভে সাসেক্সের ড্রেসিংরুমে। আগে থেকে তার জন্য লকার ঠিকঠাক গুছিয়ে রাখা হয়েছিল। নিজের লকারের সামনে দাঁড়ানো জার্সি হাতে মুস্তাফিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দিয়েছে সাসেক্স। এর আগে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছলে ভক্তরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। গত ২ মার্চ মুস্তাফিজের সঙ্গে চুক্তির খবর জানায় সাসেক্স।
যাওয়ার কথা ছিল তার জুনের শুরুতে। কিন্তু মে মাসের শেষদিকে আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন মুস্তাফিজ। তাই যেতে পারেননি সময়মতো। তাকে পাওয়ার জন্য হাল ছাড়েনি সাসেক্স। শেষ পর্যন্ত তারা পেয়েছে তাকে। এদিকে ১৫ জুলাই ম্যাচ খেলার প্রস্তুতি নিয়েই রেখেছিলেন মুস্তাফিজ। কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় যেতে আরও এক সপ্তাহ দেরি হয়েছে তার। মুস্তাফিজ প্রথমবারের মতো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গেলেন। ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে সাসেক্স শার্কসের জার্সি কালো রঙের। হলুদ রঙের জার্সি রর?য়্যাল লন্ডন ওয়ানডে কাপে। বৃহস্পতিবার চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি ২০ ম্যাচে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। আজও একই টুর্নামেন্টে তার দল সারে খেলবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। ২৪ জুলাই ওয়ানডে কাপে সাসেক্সের প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭ জুলাই হ্যাম্পশায়ার। ২৮ জুলাই টি ২০ ব্লাস্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ গ্লামরগান। ৩০ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ সমারসেট, ২ আগস্ট কেন্ট। ওয়ানডে কাপে সাউথ গ্রুপে চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সাসেক্স দলের মধ্যে রয়েছে সবার নিচে। আর টি ২০ ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে সাতে।
No comments