ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে বিচারক নিহত
ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে এক বিচারক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের নিটেরো শহরে নিজ বাড়ির সামনে মুখোশ পরিহিত বন্দুকধারীরা তাঁর ওপর গুলি চালায়।
অপরাধচক্রের সদস্য ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে প্যাট্রিসিয়া ল্যুরিভাল অ্যাসিওলি নামে ওই বিচারক আলোচিত ও খ্যাতিমান হয়ে ওঠেন।
ল্যুরিভালের পরিবার জানায়, বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পরও তিনি পুলিশি প্রহরা গ্রহণ করেননি।
তিন সন্তানের জননী ৪৭ বছর বয়সী ওই বিচারকের শরীরে ১৬টি গুলি করা হয় বলে জানানো হয়। শুক্রবার নিটোরোতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
অপরাধচক্রের সদস্য ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে প্যাট্রিসিয়া ল্যুরিভাল অ্যাসিওলি নামে ওই বিচারক আলোচিত ও খ্যাতিমান হয়ে ওঠেন।
ল্যুরিভালের পরিবার জানায়, বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পরও তিনি পুলিশি প্রহরা গ্রহণ করেননি।
তিন সন্তানের জননী ৪৭ বছর বয়সী ওই বিচারকের শরীরে ১৬টি গুলি করা হয় বলে জানানো হয়। শুক্রবার নিটোরোতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
No comments