পাকিস্তানে ২৩ নিষিদ্ধ সংগঠনের ওপর চাঁদা তোলায় নিষেধাজ্ঞা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ নিষিদ্ধঘোষিত ২৩টি সংগঠনের তহবিল সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ সংগঠনগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জঙ্গি হামলার দায়ে অভিযুক্ত লস্কর-ই-তাইয়েবা ও জইশে মুহাম্মদ।
পাঞ্জাব প্রদেশের সরকার মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ওই প্রতিষ্ঠানগুলোকে চাঁদা বা সাহায্য দেবে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হবে।
তহবিল সংগ্রহের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত অন্য সংগঠনগুলো হলো: লস্কর-ই-জাংভি, সিপাহ-ই-মুহাম্মদ পাকিস্তান, সিপাহ-ই-সাহাবা পাকিস্তান, তেহরিক-ই-জাফারিয়া পাকিস্তান, মিল্লাত-ই-ইসলামিয়া পাকিস্তান, খুদ্দাম-উল-ইসলাম, ইসলামি তেহরিক-ই-পাকিস্তান, হিজবুত তাহরির ও জামিয়াত-উল-আনসার। তবে সরকার ফালাহ-ই-ইনসানিয়াত নামের একটি সংগঠনকে তহবিল সংগ্রহের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেনি। এ সংগঠনটি জামাত-উদ-দাওয়াহর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
মুসলমানদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার পাশাপাশি তহবিল সংগ্রহের কাজে ওই নিষেধাজ্ঞা এল। মুসলিম চরমপন্থী ও জঙ্গিগোষ্ঠীগুলো এ মাসে চাঁদা তুলতে বিশেষ অভিযান চালিয়ে থাকে।
পাঞ্জাব প্রদেশের সরকার মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ওই প্রতিষ্ঠানগুলোকে চাঁদা বা সাহায্য দেবে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হবে।
তহবিল সংগ্রহের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত অন্য সংগঠনগুলো হলো: লস্কর-ই-জাংভি, সিপাহ-ই-মুহাম্মদ পাকিস্তান, সিপাহ-ই-সাহাবা পাকিস্তান, তেহরিক-ই-জাফারিয়া পাকিস্তান, মিল্লাত-ই-ইসলামিয়া পাকিস্তান, খুদ্দাম-উল-ইসলাম, ইসলামি তেহরিক-ই-পাকিস্তান, হিজবুত তাহরির ও জামিয়াত-উল-আনসার। তবে সরকার ফালাহ-ই-ইনসানিয়াত নামের একটি সংগঠনকে তহবিল সংগ্রহের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেনি। এ সংগঠনটি জামাত-উদ-দাওয়াহর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
মুসলমানদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার পাশাপাশি তহবিল সংগ্রহের কাজে ওই নিষেধাজ্ঞা এল। মুসলিম চরমপন্থী ও জঙ্গিগোষ্ঠীগুলো এ মাসে চাঁদা তুলতে বিশেষ অভিযান চালিয়ে থাকে।
No comments