মোবারকের বিচারের স্থান পরিবর্তন
নিরাপত্তাজনিত কারণে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচারের স্থান পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মোবারকের বিচার-কার্যক্রম এর আগে কায়রো কনভেনশন সেন্টারে হওয়ার কথা ছিল। তবে এখন তা পুলিশ একাডেমিতে স্থানান্তর করা হয়েছে। আগামী বুধবার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। গত এপ্রিলে গ্রেপ্তারের পর থেকে মোবারক পর্যটন শহর শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎ সাধীন। টানা ১৮ দিনের গণবিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন মোবারক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভকারীদের হত্যার হুকুম দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিচার শুরু হচ্ছে।
মোবারকের পদত্যাগের দাবিতে তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
মোবারকের বিচার-কার্যক্রম এর আগে কায়রো কনভেনশন সেন্টারে হওয়ার কথা ছিল। তবে এখন তা পুলিশ একাডেমিতে স্থানান্তর করা হয়েছে। আগামী বুধবার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। গত এপ্রিলে গ্রেপ্তারের পর থেকে মোবারক পর্যটন শহর শারম আল-শেখের একটি হাসপাতালে চিকিৎ সাধীন। টানা ১৮ দিনের গণবিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন মোবারক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভকারীদের হত্যার হুকুম দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিচার শুরু হচ্ছে।
মোবারকের পদত্যাগের দাবিতে তাহরির স্কয়ারে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
No comments