শিশুদের গায়ে সিরিঞ্জ বিদ্ধ করায় চীনে শিক্ষিকা কারাগারে
সিরিঞ্জ ফুটিয়ে শিশুদের শাস্তি দেওয়ার অভিযোগে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কিন্ডারগার্টেনের এক শিক্ষিকাকে কারাগারে পাঠানো হয়েছে। সে দেশের সরকারি পত্রিকা এ তথ্য দিয়েছে।
চায়না ডেইলি জানিয়েছে, ইউনান প্রদেশের জিয়ানশুই এলাকায় গত সপ্তাহে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সানু কিকি (২৪) নামের ওই শিক্ষিকা ২০ জনেরও বেশি শিশুর গায়ে সিরিঞ্জ বিদ্ধ করেন। শিশুদের শৃঙ্খলায় ফিরিয়ে আনার নাম করে তিনি এ ধরনের শাস্তি দেন। চার বছর বয়সী এক মেয়েশিশুর মা বলেন, গেল সপ্তাহে ওই শিক্ষিকা তাঁর মেয়ের বাঁ হাতে একাধিকবার সিরিঞ্জ ফুটিয়ে দেন। ওই সিরিঞ্জ দিয়ে শরীরের জন্য ক্ষতিকর কিছু ঢোকানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশুদের রক্ত পরীক্ষা করে এইচআইভির সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শিশুদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সানু কিকিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল বলেছেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না।
চায়না ডেইলি জানিয়েছে, ইউনান প্রদেশের জিয়ানশুই এলাকায় গত সপ্তাহে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সানু কিকি (২৪) নামের ওই শিক্ষিকা ২০ জনেরও বেশি শিশুর গায়ে সিরিঞ্জ বিদ্ধ করেন। শিশুদের শৃঙ্খলায় ফিরিয়ে আনার নাম করে তিনি এ ধরনের শাস্তি দেন। চার বছর বয়সী এক মেয়েশিশুর মা বলেন, গেল সপ্তাহে ওই শিক্ষিকা তাঁর মেয়ের বাঁ হাতে একাধিকবার সিরিঞ্জ ফুটিয়ে দেন। ওই সিরিঞ্জ দিয়ে শরীরের জন্য ক্ষতিকর কিছু ঢোকানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শিশুদের রক্ত পরীক্ষা করে এইচআইভির সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
শিশুদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সানু কিকিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল বলেছেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না।
No comments