শিক্ষার্থীদের ওপর তিতুমীর ছাত্রলীগের হামলা : আহত ২৯
বনানীতে গতকাল আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় আহত কয়েক ছাত্র (নিচে)। ওপরে সশস্ত্র হামলাকারীরা : নয়া দিগন্ত |
ভ্যাট
প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর বনানীতে হামলা চালিয়েছে
দুর্বৃত্তরা। আন্দোলনকারীরা দাবি করেছেন ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। এতে
অন্তত ২৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়। তিতুমীর
কলেজ ছাত্রলীগের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যদর্শীরা জানান, কাকলী মোড়ে দুপুরে তিতুমীর কলেজের দু’টি বাস আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ উপো করে যাওয়ার চেষ্টা চালায়। তাতে বাধা দেয় আন্দোলনকারীরা। এ নিয়ে বাসে থাকা শিক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরাই বাস দু’টি যাওয়ার ব্যবস্থা করে দেন। পরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় দুই পরে মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিেেপর ঘটনা ঘটে। কিছু সময় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থী কিসমত হায়দার বলেন, শান্তিপূর্ণ সমাবেশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে হামলা করে। তাদের বাস যেতে দেয়ার পর পরই আরেকটি প হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। অতর্কিত হামলায় ২৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি জানান। একজনের মাথা ফেটে যাওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজন ছাত্রীও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ছুরিকাঘাত রয়েছে বলে জানা যায়। আন্দোলনকারীদের কয়েকজন বলেছেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যদর্শীরা জানান, কাকলী মোড়ে দুপুরে তিতুমীর কলেজের দু’টি বাস আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ উপো করে যাওয়ার চেষ্টা চালায়। তাতে বাধা দেয় আন্দোলনকারীরা। এ নিয়ে বাসে থাকা শিক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরাই বাস দু’টি যাওয়ার ব্যবস্থা করে দেন। পরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় দুই পরে মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিেেপর ঘটনা ঘটে। কিছু সময় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থী কিসমত হায়দার বলেন, শান্তিপূর্ণ সমাবেশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে হামলা করে। তাদের বাস যেতে দেয়ার পর পরই আরেকটি প হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। অতর্কিত হামলায় ২৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি জানান। একজনের মাথা ফেটে যাওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজন ছাত্রীও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ছুরিকাঘাত রয়েছে বলে জানা যায়। আন্দোলনকারীদের কয়েকজন বলেছেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
No comments