নেপাল আর হিন্দু রাষ্ট্র নয়
একসময়ের
হিন্দু রাষ্ট্র নেপাল এবার পেতে চলেছে এক নতুন পরিচয়। নেপালের বিধানসভা
নাকচ করে দিয়েছে নেপালকে হিন্দু রাষ্ট্রের পরিচিতি ফিরিয়ে দিতে। বহু
অপেক্ষিত নতুন সংবিধান সংশোধনের সময়ে সোমবার নিজেদের এই মত উঠে এসেছে। এতেই
বিভিন্ন মহলে উঠেছে বিতর্কের ঝড়। আগে নেপাল হিন্দু রাষ্ট্র হলেও ২০০৬
সালে রাজা জ্ঞানেন্দ্রের সিংহাসন থেকে নেমে আসার কারণে রাজতন্ত্রের অবসান
ঘটে নেপালে। তখনই নেপালকে ধর্মনিরপেক্ষ দেশ বলে ঘোষণা করা হয়। বিধানসভার
দুই-তৃতীয়াংশের বেশি নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার বিরুদ্ধেই ভোট
দিয়েছে।
নেপালকে ফের হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পাশাপাশি রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি রাখে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপাল। নেপালের একটি বৃহত্ জনসংখ্যা হিন্দু। তারা চিরকাল বিশ্বাস করে এসেছেন রাজারা বিষ্ণুরই প্রতিরূপ। সোমবার ভোটের এই ফলাফলে কয়েক শ' হিন্দু আন্দলোনকারী বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জল কামান চালাতে হয়। দেশের রাজধানী কাঠমান্ডুতে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে।
নেপালকে ফের হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পাশাপাশি রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি রাখে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপাল। নেপালের একটি বৃহত্ জনসংখ্যা হিন্দু। তারা চিরকাল বিশ্বাস করে এসেছেন রাজারা বিষ্ণুরই প্রতিরূপ। সোমবার ভোটের এই ফলাফলে কয়েক শ' হিন্দু আন্দলোনকারী বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে জল কামান চালাতে হয়। দেশের রাজধানী কাঠমান্ডুতে নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে।
No comments