নিরাপত্তাহীনতায় ঢাকা ছাড়লেন আইসিডিডিআর’বি কর্মকর্তা
নিরাপত্তাহীনতায়
ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা কেন্দ্র আইসিডিডিআর’বির এক
কর্মকর্তা। তার নাম আনজুম ইসরার। গতকাল পুলিশ পাহারায় তাকে বনানী এলাকা
থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়। পুলিশ ও
আইসিডিডিআর’বি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সপ্তাহ
খানেক আগে পাকিস্তানি নাগরিক আনজুম ইসরার রাজধানীর মহাখালীর
আইসিডিডিআর’বিতে অর্থ নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই তার
ঠিকানায় একটি চিঠি আসে। ওই চিঠিতে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও দেশ ছেড়ে
যাওয়ার হুমকি দেয়া হয়। তা না হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি
দেয়া হয় চিঠিতে। এ হুমকি পেয়ে তিনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি
তিনি কয়েকজন সহকর্মীর মাধ্যমে বনানী ও গুলশান থানাকে জানান। তবে এ বিষয়ে
থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেননি তিনি। আনজুম ইশরারের অনুরোধে
বনানী ও গুলশান থানা পুলিশ গতকাল দুপুরে কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেয়। আইসিডিডিআরবি’র দেয়া এক প্রেস
বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে। আইসিডিডিআর’বির মিডিয়া ম্যানেজার একেএম
তারিফুল ইসলাম খানের পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিডিডিআরবি
তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। চলতি সপ্তাহে তাদের
একজন কর্মী হুমকি পেয়েছেন। এরপর তারা ওই কর্মীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা
করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আইসিডিডিআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে আনজুম
ইসরারের দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি সরাসরি বলা না হলেও পুলিশ সূত্র জানিয়েছে,
গতকাল দুপুরেই তিনি ঢাকা ছেড়ে যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার
(মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, আইসিডিডিআরবি’র ওই কর্মকর্তা পুলিশের
কাছে বিমানবন্দরে পৌঁছার জন্য নিরাপত্তা সহায়তা চাইলে তাকে পুলিশি
নিরাপত্তা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়। আনজুম আসরার এর আগে আন্তর্জাতিক
বহু প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
No comments