নয়া পাকিস্তান গড়ার পর ইমরানের বিয়ে
শুধু পাকিস্তান নয়, নিজের জীবনও নতুনভাবে সাজাতে চান ইমরান খান। ‘নয়া পাকিস্তান’ সৃষ্টি হলে আবার বিয়ে করতে চান সাবেক এই ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শনিবার মধ্যরাতে ইমরান খান তার হাজার হাজার সমর্থকের সামনে তার বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। ইমরান বলেন, ‘আমি নয়া পাকিস্তান সৃষ্টি করতে চাই। আর তা শুধু আপনাদের জন্য নয়, আমার জন্যও। নতুন পাকিস্তানের স্বপ্ন পূরণ হলে আমি আবার বিয়ে করব।’ ৬২ বছর বয়সী ইমরান খানের নতুন বিয়ের ঘোষণায় সমর্থকদের মধ্যে হর্ষরোলের সৃষ্টি হয়। এ সময় তুমুল করতালিতে আনন্দে মেতে ওঠে হাজার হাজার মানুষ। গত ৯ বছর ধরে ইমরান খান পাকিস্তানের আকাক্সিক্ষত সিঙ্গেল পুরুষ।
পাকিস্তানের অনেক নারীই তাকে এই বয়সে বিয়ে করতে উৎসুক। ২০০৪ সালের জুন মাসে ইমরানের ব্রিটিশ স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। ১৯৯৫ সালের ১৬ মে ফ্রান্সের প্যারিসে তাদের বিয়ে হয়েছিল। ইমরান খানকে পাওয়ার জন্য জেমিমা ২০০০ সালের ২২ জুন ইসলামে ধর্মান্তরিত হন। কিন্তু ৯ বছর পর পাকিস্তানি জীবন ধারায় মানিয়ে ওঠা কঠিন হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইমরান খানের ওই বিয়ে নিয়ে বিভিন্ন বিরূপ সমালোচনা থাকায় পারিবারিকভাবে বিয়ের চাপে আছেন সাবেক এই ক্রিকেট তারকা।
No comments