ছোট পাখির বড় নীড়ে ভেঙে পড়ে গাছ
পাখির বাসার ভারে ভেঙে পড়ল গাছ! পাখি ছোট হলেও তার নীড় বড়। আর সেই ভারেই এই মহাকীর্তি! গালগল্প নয়, এটাই বাস্তব। গাছে ডালে বাসা বাঁধতে গিয়ে ধীরে ধীরে গোটা গাছটাই দখল করে নেয় এই পাখি। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে অনেক সময় হুড়মুড়িয়ে ভেঙেও পড়ে সেই গাছ। এই দৃশ্য স্বচক্ষে দেখতে হলে আপনাকে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। কারণ সেখানেই নামিবিয়া ও বৎসোয়ানা প্রদেশে বাস এই পাখির বাসা।
প্রচলিত নাম সোশ্যাল উইভার। চড়ুই যেখানে বাড়ির কার্নিশ বা ঘুলঘুলিতেও বাসা বেঁধে খুশি, সেখানে সোশ্যাল উইভারের বাসা ২০ ফুট লম্বা, ১৩ ফুট চওড়া এবং ৭ ফুট মোটা হয়। বাসার ওজন হয় ২০০০ পাউন্ডেরও বেশি। পাখির পালক, মোটা ঘাস, হাওয়ায় ভেসে আসা তুলোর টুকরো, সব দিয়েই ধীরে ধীরে তৈরি হয় বাসা।শুধু তাই নয়, এতটাই আঁটোসাঁটোভাবে তৈরি হয় যে প্রায় ১০০ বছর টিকতে পারে এক-একটি বাসা। উত্তরাধিকার সূত্রে বাসার মালিকানা বদল হতে থাকে। এদের বাসাই বিশ্বে বৃহত্তম পাখির বাসা। জিনিউজ।
No comments