মেরন সান স্কুল এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস পালন
নগরীর মেরন সান স্কুল এন্ড কলেজ এর চকবাজার ক্যাম্পাস-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সকালে কোরআন তেলাওয়াত এর পর অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ এর অধ্যক্ষ প্রফেসর রূপেশ চন্দ্র চৌধুরী। এর পরপরই শুরু হয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় ।অতপর রাষ্ট্রীয় কর্মসুচির সাথে একাত্ম হয়ে লাখো কণ্ঠে শরীক হয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাই একযোগে পরিবেশন করেন জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ- এর কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. আনজুমান আরা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহেদা কাসেম সাথী, মেরন সান স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন,চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক শাহনাজ পারভীন,মেরন সান চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ নুর কাসেম তালুকদার, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, মেরন সান বালিকা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, মেরন সান ও মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চিফ একাডেমিক কো-অর্ডিনেটর শিহাব ইকবাল, প্রত্বতত্ত্ব আলোকচিত্র মিউজিয়ামের মহাসচিব সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন প্রমুখ। আলোচনা সভার পর আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে আকর্ষণীয় বেলুন ফোলানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- “শিক্ষা হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে একটি ত্রিমুখী প্রয়াস। প্রতিটি শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন আদর্শ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্র নেতৃত্বে পরিচালিত মেরন সান স্কুল এন্ড কলেজ তারই এক উৎকৃষ্ট দৃষ্টান্ত। আদর্শ ও নৈতিক শিক্ষার বিস্তার ও প্রসারে এই প্রতিষ্ঠান অল্প সময়ে বৃহত্তর চট্টগ্রাম ও এর বাইরে প্রশংসিত হয়েছে । অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ বক্তব্যে শিক্ষার্থীদেরকে বলেন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে জীবনে প্রথম হওয়ার জন্য আত্মপ্রত্যয়ী হতে হবে । আলোচনা সভা শেষে শুরু হয় মেরন সান সাংস্কৃতিক স্কোয়াডের অংশগ্রহণে শিক্ষক ইউসুফ আলী খান এর পরিবেশনায় নাচ, গান, কৌতুক ইত্যাদিতে সমৃদ্ধ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক পংকজ দাশ, শওকত ওসমান ও স্বপ্না রাণী দত্ত। অনুষ্ঠানে মেরন সান স্কুল এন্ড কলেজ-এর সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন।
No comments