মোদি ভারতের হিটলার : রাহুল
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ভারতের হিটলার। জার্মানির ওই স্বৈরশাসকের মতো মোদিও নিজের কাজকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন। নিজেকে জনগণের রক্ষাকর্তা বলে দাবি করেন অথচ তিনি জনগণের অধিকার হরণ করছেন। মঙ্গলবার গুজরাটের এক র্যালিতে মোদির নাম না নিয়েই তাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি বলেন, দুই ধরনের নেতা আছেন। এক ধরনের নেতা আছেন যারা গান্ধীজীর মতো জনগণের সঙ্গে মেশেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ-দুঃখের কথা জানতে চান। আরেক ধরনের নেতা আছেন যারা হিটলারের মতো।
তিনি দাবি করেন, কংগ্রেসে প্রথম ধরনের মতো অনেক নেতা আছেন। আর গুজরাটের মুখ্যমন্ত্রী যিনি নিজেকে জনগণের নিরাপত্তারক্ষী বলে দাবি করেন, তিনি দ্বিতীয় ধরনের নেতা। মোদির নিজেকে জনগণের পর্যবেক্ষক (ওয়াচম্যান) দাবি করার উত্তরে রাহুল বলেন, ভারতের জনগণের কোনো নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই, তাদের প্রয়োজন নিজেদের অধিকার। গুজরাটের কৃষকদের কাছ থেকে অবৈধভাবে মোদি সরকার জমি দখল করেছে দাবি করে কংগ্রেসের এই নেতা বলেন, গরিব মানুষের জমি অবৈধভাবে দখল করা কিভাবে তাদের অধিকারের নিরাপত্তা বিধান করে? কৃষকের কাছ থেকে জমি কেড়ে নেয়া একটা চুরি, এটা চৌকিদারি নয়। রাহুল গান্ধী গুজরাটের উন্নয়ন নিয়ে এ সময় মন্তব্য করে বলেন, গুজরাট হাতেগোনা কয়েকজন ব্যক্তির জন্য উন্নত।
No comments