ইউক্রেনে প্রধানমন্ত্রীর পদত্যাগ
ইউক্রেনের চলমান সংকট নিরসনে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পার্লামেন্টে বিশেষ ?অধিবেশনের দিনেই এমন সিদ্ধান্ত ঘোষণা করলেন আজারভ। তবে তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোচিভ গ্রহণ করেছে কিনা ?জানা যায়নি। সরকারবিরোধী বিক্ষোভকে অপরাধের আওতাভুক্ত করে নতুন আইন পুনর্বিবেচনা করতে প্রেসিডেন্টের নির্দেশের পরেই পদত্যাগ করতে যাচ্ছেন আজারভ। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, সামাজিক ও রাজনৈতিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার এ পদত্যাগে সংকট কাটিয়ে দেশে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করে তিনি প্রেসিডেন্টকে পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ করেছেন। নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি থেকে সরে আসায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় ইউক্রেনে। রাশিয়াকে সুবিধা দিতে সরকার এ চুক্তি করেনি- এ অভিযোগে রাস্তায় নামেন সরকারবিরোধী ও সাধারণ জনগণ। বিরোধীদের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনা, সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বৈঠক ও আটক বিক্ষোভকারীদের মুক্তি দেয়ার আশ্বাসে আন্দোলন থেকে কিছুটা পিছু হটে সরকারবিরোধীরা। কিন্তু ১৬ জানুয়ারি পার্লামেন্টে সরকারবিরোধী বিক্ষোভকে ‘অপরাধের আওতাভুক্ত’ করে একটি বিল পাস হওয়ার পর নতুন করে আন্দোলনে নামেন বিক্ষোভকারী। গত সপ্তাহে বিক্ষোভের কেন্দ্রস্থল স্বাধীনতা স্কয়ারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিক্ষোভকারী নিহতের পর আন্দোলন আরও জোড়ালো হয়। আন্দোলন থামাতে বিরোধী দলকে প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়ার প্রস্তাব দিলেও আন্দোলন অব্যাহত থাকে।
No comments