মোদি হত্যা-চেষ্টার কথা পুলিশকে জানিয়েছিল গোয়েন্দা
বিহারের সমাবেশে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির প্রাণনাশ হতে পারে বলে বিহার পুলিশকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) পাঁচদিন আগেই জানিয়েছিল। তবে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ খবর অস্বীকার করে বিহার পুলিশকে এমন কোনো তথ্যই কেন্দ্রের তরফে দেয়া হয়নি বলে দাবি করেছেন। খবর জিনিউজের। ২৩ অক্টোবরই বিহারে ইন্টেলিজেন্স ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর বিবেক শ্রীবাস্তব যে চিঠি পাঠান তাতে বলা হয়, নরেন্দ্র মোদিকে বেশকিছু সন্ত্রাস সৃষ্টিকারী মুসলিম সংগঠন হত্যার চেষ্টা করতে পারে। মুজাহিদীনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলের গ্রেফতারের প্রতিশোধ নিতেও যে মোদিকে হত্যা করা হতে পারে, সে তথ্যও ছিল বিহার পুলিশের কাছে। রোববার মোদির সমাবেশ শুরুর আগেই পাটনা শহর ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে।
এসব বিস্ফোরণে ছয়জন নিহত ও ৮৩ জন আহত হন। এসব হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ভাটকলের একজন সঙ্গীও রয়েছে। তাই আবার আইএম মাস্টার মাইন্ড ভাটকলকে জেরা করার কথা ভাবছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। তবে, এখনও পর্যন্ত ঘটনার দায়িত্ব স্বীকার করেনি নিষিদ্ধ সংগঠনটি। গান্ধী ময়দানে আরও একটি তাজা বোমা উদ্ধার মঙ্গলবার গান্ধী ময়দান থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শহরে নিয়মমাফিক তল্লাশি চালানোর সময় গান্ধী ময়দানের অদূরে আইজি অফিসের সামনেই পাওয়া যায় বোমাটি। বোমাটি নিষ্ক্রয় করতে ঘটনাস্থলে গেছে তারা। তদন্তে উঠে এসেছে, পাটনা বিস্ফোরণের সঙ্গে জুলাইয়ের বুদ্ধ গয়া বিস্ফোরণের মিল রয়েছে। দুটি ঘটনাতেই নাশকতায় যে টাইমার ডিভাইস ব্যবহার করা হয়েছিল, তা লোটাস নামে একটি সংস্থার তৈরি।
No comments