নজরদারির তথ্য পর্যালোচনা করবেন বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি গোয়েন্দা সংস্থার নজরদারি করা তথ্যের পর্যালোচনা করবেন। গোয়েন্দা তথ্যের ব্যবহারের জন্য তিনিই সর্বোচ্চ ক্ষমতার অধিকার বলে উল্লেখ করেন। ওবামা আরও বলেন, কিভাবে মার্কিন সংস্থাগুলো বন্ধু রাষ্ট্রগুলোর কোটি কোটি ফোনে আড়িপেতেছে তাও তিনি খতিয়ে দেখবেন। মঙ্গলবার এ খবর দিয়েছে আলজাজিরা অনলাইন। এদিকে ইউরোপ বিশ্বে মার্কিন গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে বেকায়দায় রয়েছেন ওবামা। একের পর এক অভিযোগে অতিষ্ঠ তিনি।
গোয়েন্দা সংস্থাগুলো সব অভিযোগ অস্বীকার করলেও তা আর ধোপে টিকছে না। ফলে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় ওবামার এ পদক্ষেপ সম্মান বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ইন্টেলিজেন্স কমিটি দেশের গোয়েন্দা নজরদারি কার্যক্রমের বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। কমিটির চেয়ার ডায়ান ফিনস্টিন বন্ধু দেশের নেতাদের মোবাইল ফোনে আড়িপাতা ভুল ছিল বলে উল্লেখ করেছেন। খবর এএফপির। তিনি বলেন, হোয়াইট হাউস তাকে বলেছে, এ ধরনের নজরদারির বন্ধ করা হবে।’ এদিকে মঙ্গলবার রাতে সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সামনে হাজির হওয়ার কথা রয়েছে। সর্বশেষ গণহারে ফোনে আড়িপাতার ঘটনার নিন্দা জানাতে স্পেন মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মতো বিশ্বনেতাসহ ইউরোপের লাখ লাখ সাধারণ নাগরিকের টেলিফোন ও অনলাইন যোগাযোগ ডাটার ওপর গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগের প্রেক্ষাপটে এ ঘোষণা দেয়া হল। সিনেটর ডায়ান ফিনস্টিন ন্যাশলাল সিকিউরিটি এজেন্সির কার্যক্রমের বিস্তার সম্পর্কে তার কমিটির আইন প্রণেতাদের ব্রিফ করা হয়নি উল্লেখ করে গোয়েন্দা কার্যক্রমের বড় ধরনের পুনর্বিন্যাসের ঘোষণা দেন।
No comments