আফগান পুলিশের রকেট ছুড়ে মাছ শিকার : ৬ শিশু নিহত
আফগানিস্তানের নদীতে রকেট ছুড়ে মাছ শিকার করতে গিয়ে ৬ শিশুকে হত্যা করেছে দেশটির পুলিশ। এ অভিযোগে নিরাপত্তা বাহিনী এরই মধ্যে ৮ পুলিশকে গ্রেফতার করেছে। শুক্রবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের দোশি জেলায় এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ নদীতে রকেট চালিত গ্রেনেড ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে তা এমন একস্থানে আঘাত হানে যেখানে কয়েকটি শিশু খেলা করছিল। গ্রেনেডের আঘাতে ৬ শিশু নিহত ও ২ জন আহত হয়।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে,
‘সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগে ওই ৮ পুলিশকে গ্রেফতার করা হয় এবং ঘটনা তদন্তের জন্যে পুলিশ সদস্যদের সামরিক আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।’ প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমাদ জাভিদ বাশারাত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই নিহত শিশুদের পরিবারকে টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আফগানিস্তান মাছ শিকারের জন্যে হ্যান্ড গ্রেনেড কিংবা আরপিজির মতো অস্ত্র ব্যবহারের ঘটনা নতুন কিছু নয়। এমনকি দেশটির কোনো কোনো এলাকায় মাছ শিকারের জন্যে পানিতে ইলেক্ট্রিক জেনারেটর এবং বিদ্যুৎ পরিবাহী বিপজ্জনক তারও ব্যবহার করা হয়। সূত্র : এএফপি।
No comments