গণজাগরণ মঞ্চ দখল করে ইসলামী চত্বর ঘোষণার হুমকি
আগামী ৫ মে’র মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ
ভেঙে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তা না হলে গণজাগরণ
মঞ্চ দখল করে ইসলামী চত্বর হিসেবে ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ
করেছেন সংগঠনটি।
হরতাল চলাকালে সোমবার সকালে রাজধানীর
লালবাগ শাহী মসজিদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি
মো. তৈয়ব এ হুমকি দেয়। হরতালের সমর্থনে পিকেটিংয়ের জন্য পুলিশ সংগঠনটির
কর্মীদের মসজিদ থেকে বাইরে হতে দেয়নি। তাই মসজিদের ভেতর থেকেই তিনি এ কথা
বলেন।মো. তৈয়ব বলেন, নাস্তিকদের সহযোগি এই সরকারের পতন নিশ্চিত। গণজাগরণ
মঞ্চের নামে ইসলাম ধ্বংস করার নীল নকশা চলছে। নাস্তিকদের মাধ্যমে সরকার মনে
করছে সবকিছু থেকে পার পেয়ে যাবে। কিন্তু সরকারের এই স্বপ্ন কখনো সফল হবে
না। আমাদের ১৩ দফা দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। আগামী ৫ মে
এর মধ্যে গণজাগরণ মঞ্চ ভেঙ্গে দিতে হবে। যদি সরকার এর মধ্যে গণজাগরণ মঞ্চ
ভেঙ্গে না দেয় তা হলে ওই দিন শাহবাগ গণজাগরণ মঞ্চ দখল করা হবে। ইসলামের
অস্তিত্ব রক্ষায় হেফাজতে ইসলাম আন্দোলনে নেমেছে এটি সফল না হওয়া পর্যন্ত
আমরা ঘরে ফিরে যাব না।যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে
কর্মসূচিতে বিশ্বাসী। তবে সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে
বাধা দিচ্ছে। একদল নাস্তিকরা শাহবাগের রাস্তা আটকিয়ে দিনের পর দিন সমাবেশ
মিছিল করে যাচ্ছে। আর আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে সরকার
বাধা দিচ্ছে। এ কেমন নাগরিক অধিকার’?
No comments