তানভীর মোকাম্মেলের জীবনঢুলিতে জ্যোতিকা জ্যোতি
সরকারের অনুদান নিয়ে এবার ‘জীবনঢুলি’ নামের একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেল। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এ চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ। জানা গেছে নয়াহাট, সাভার, পুবাইল, মানিকগঞ্জ ও খুলনাসহ কিছু জায়গায় এ ছবির শূটিং হবে।
এ বিষয়ে তানভীর মোকাম্মেল বলেন, ‘মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের ঢাকি (ঢাক/ঢোলবাদক) জীবনকৃষ্ণ দাসের অভিজ্ঞতা নিয়েই ছবিটির কাহিনী। জীবনকৃষ্ণ দাস ও তাঁর স্ত্রী সন্ধ্যারানী দাসকে ঘিরেই এগিয়ে যাবে গল্প। আগামী ১০ অক্টোবর থেকে ঢাকা ও এর বাইরের কিছু জায়গায় এ ছবির শূটিং করার সিদ্ধান্ত নিয়েছি। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক নাটক ও চলচ্চিত্র আমাদের দেশে হয়েছে। তবে আমি আশা করি দর্শকদের কাছে এ গল্পটি অনেক গ্রহণযোগ্যতা পাবে।’
তিনি জানান, এ চলচ্চিত্রে কেন্দ্রীয় দুটি চরিত্র জীবনকৃষ্ণের নাম ভূমিকায় শতাব্দী ওয়াদুদ এবং সন্ধ্যারানী দাসের চরিত্রে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি।
তিনি জানান, এ চলচ্চিত্রে কেন্দ্রীয় দুটি চরিত্র জীবনকৃষ্ণের নাম ভূমিকায় শতাব্দী ওয়াদুদ এবং সন্ধ্যারানী দাসের চরিত্রে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি।
No comments