আবারো শাহরুখের সঙ্গে দীপিকা
বাদশা শাহরুখ খানের সঙ্গে আবারো দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। রোহিত শেঠীর চেন্নাই এক্সপ্রেস ছবিতে এই জুটিকে প্রধান চরিত্রে দেখা যাবে। মডেলিং জগত থেকে আসা দীপিকা শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনেত্রী হিসেবে জার্নি শুরু করেন। নিজের প্রথম ছবিতেই দীপিকা পেয়ে যান বলিউড বাদশাকে।
চেন্নাই এক্সপ্রেস ছবির প্রধান নারী চরিত্রের জন্য কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়াদের মতো ডাকসাইটে সব নায়িকাদের নাম শোনা গেছে। সব জল্পনা কল্পনা পেছনে ফেলে শেষপর্যন্ত দীপিকাই বাদশা খানের সঙ্গে হ্যান্ডশেকটা করলেন।
চেন্নাই এক্সপ্রেস ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষদিকে এবং আগামী বছরের মাঝামাঝি মুক্তি দেয়া হবে।
চেন্নাই এক্সপ্রেস ছবিতে একজন ভ্রমণকারীর মুম্বাই থেকে রামেশ্বরাম ভ্রমণের মধ্যকার সময়ের ঘটনাসমূহ বর্ণিত হয়েছে। ভ্রমণকারীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান।
মজার বিষয় হলো, চেন্নাই এক্সপ্রেস রোহিতের প্রথম ছবি যেখানে তার ঘনিষ্ট বন্ধু অজয় দেবগন অভিনয় করছেন না। রোহিতের পূর্ববর্তী আটটি ছবির সবকটিতেই অভিনয় করেছেন অজয় দেবগন। শাহরুখ ও দীপিকা জুটির সঙ্গে রোহিতের এটিই প্রথম ছবি। সূত্র: জিএন

চেন্নাই এক্সপ্রেস ছবিতে একজন ভ্রমণকারীর মুম্বাই থেকে রামেশ্বরাম ভ্রমণের মধ্যকার সময়ের ঘটনাসমূহ বর্ণিত হয়েছে। ভ্রমণকারীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান।
মজার বিষয় হলো, চেন্নাই এক্সপ্রেস রোহিতের প্রথম ছবি যেখানে তার ঘনিষ্ট বন্ধু অজয় দেবগন অভিনয় করছেন না। রোহিতের পূর্ববর্তী আটটি ছবির সবকটিতেই অভিনয় করেছেন অজয় দেবগন। শাহরুখ ও দীপিকা জুটির সঙ্গে রোহিতের এটিই প্রথম ছবি। সূত্র: জিএন
No comments