চীনে ৫৪টি বুলেট ট্রেন প্রত্যাহার করা হচ্ছে
দুর্ঘটনা ও নিরাপত্তার কারণে চীনে দ্রুতগতির ৫৪টি বুলেট ট্রেন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন নির্মাণ প্রতিষ্ঠান চায়না সিএনআর গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
চায়না সিএনআর এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট একটি মডেলের এই বুলেট ট্রেনগুলো বেইজিং-সাংহাই লাইনে চলাচল করছে।
দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪০ জন নিহত হওয়ার তিন সপ্তাহ পর ট্রেন প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হলো। এ ঘটনার পর রেললাইনের নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে।
একদিন আগে সরকার উচ্চগতির নতুন ট্রেন প্রকল্পের অনুমোদন দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
স্টেট কাউন্সিল গত বৃহস্পতিবার বলেছে, বিদ্যমান রেললাইনগুলোর নিরাপত্তা পরীক্ষা করা হবে, ট্রেনের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হবে এবং নতুন প্রকল্পের অনুমোদন দেওয়ার আগে নিরাপত্তার বিষয়টি পুনরায় মূল্যায়ন করা হবে।
কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, ‘রেললাইন তৈরির নতুন প্রকল্প যাচাই-বাছাই ও অনুমোদন দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে উচ্চগতির রেললাইনের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাবে চীন।’
চায়না সিএনআর এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট একটি মডেলের এই বুলেট ট্রেনগুলো বেইজিং-সাংহাই লাইনে চলাচল করছে।
দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪০ জন নিহত হওয়ার তিন সপ্তাহ পর ট্রেন প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হলো। এ ঘটনার পর রেললাইনের নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে।
একদিন আগে সরকার উচ্চগতির নতুন ট্রেন প্রকল্পের অনুমোদন দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
স্টেট কাউন্সিল গত বৃহস্পতিবার বলেছে, বিদ্যমান রেললাইনগুলোর নিরাপত্তা পরীক্ষা করা হবে, ট্রেনের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হবে এবং নতুন প্রকল্পের অনুমোদন দেওয়ার আগে নিরাপত্তার বিষয়টি পুনরায় মূল্যায়ন করা হবে।
কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, ‘রেললাইন তৈরির নতুন প্রকল্প যাচাই-বাছাই ও অনুমোদন দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে উচ্চগতির রেললাইনের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাবে চীন।’
No comments