ইয়েমেনে কারাগার থেকে ৬০ জঙ্গির পলায়ন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি কারাগার থেকে গতকাল বুধবার ৬০ জনের বেশি আল-কায়েদা জঙ্গি পালিয়ে গেছে। পালানোর আগে কারারক্ষীদের সঙ্গে লড়াইয়ে তাদের এক সদস্য নিহত ও দুজন আহত হয়। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা এ কথা জানান। ইয়েমেনে আল-কায়েদার শক্ত ঘাঁটি রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইয়েমেনের হাদরামাওত প্রদেশের রাজধানী আল-মুকাল্লার কেন্দ্রীয় কারাগারে বন্দী আল-কায়েদার জঙ্গিরা পালিয়ে যায়। এর আগে অস্ত্রশস্ত্রে সজ্জিত আল-কায়েদার জঙ্গিরা তাদের মুক্ত করতে ওই কারাগারে হামলা চালায়। এ সময় তারা কারারক্ষীদের কাবু করে তাদের কিছু অস্ত্র কেড়ে নেয়।
কারাগারটিতে আল-কায়েদার শতাধিক জঙ্গি বন্দী ছিল। এর মধ্যে বিচার শেষে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অপর একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ৬২ জন বন্দী পালিয়েছিল। এর মধ্যে দুজন ধরা পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ইয়েমেনের হাদরামাওত প্রদেশের রাজধানী আল-মুকাল্লার কেন্দ্রীয় কারাগারে বন্দী আল-কায়েদার জঙ্গিরা পালিয়ে যায়। এর আগে অস্ত্রশস্ত্রে সজ্জিত আল-কায়েদার জঙ্গিরা তাদের মুক্ত করতে ওই কারাগারে হামলা চালায়। এ সময় তারা কারারক্ষীদের কাবু করে তাদের কিছু অস্ত্র কেড়ে নেয়।
কারাগারটিতে আল-কায়েদার শতাধিক জঙ্গি বন্দী ছিল। এর মধ্যে বিচার শেষে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অপর একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ৬২ জন বন্দী পালিয়েছিল। এর মধ্যে দুজন ধরা পড়ে।
No comments