রাজকীয় বিয়ের আনন্দ ছড়িয়ে দিতে...
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের আনন্দ ছড়িয়ে দিতে বলিভিয়ার এক নবদম্পতিকে দেশটির রাজধানী লা পাজে ব্রিটিশ দূতাবাসে দেওয়া হয়েছে বিশেষ সংবর্ধনা। একই দিনে বিয়ে করায় ব্রিটিশ রাষ্ট্রদূত নিগেল বাকের তাঁদের এ সংবর্ধনা দেন।
২৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবে এমন কয়েকটি জুটির সঙ্গে আগেভাগে যোগাযোগ করেন রাষ্ট্রদূত। পরে ভোটের মাধ্যমে এক দম্পতিকে বিশেষ সংবর্ধনার জন্য নির্বাচন করা হয়। সৌভাগ্যবান এই বর হলেন ফ্যাবিয়ানা রিভেরা ও কনে আলেজান্দ্রো অ্যান্তেজানা। রাষ্ট্রদূত গাড়ি পাঠিয়ে তাঁদের দূতাবাসে আনার ব্যবস্থা করেন। পরে তাঁদের রাজকীয় বিয়ের প্লেট উপহার দেওয়া হয়। শ্যাম্পেইন দিয়ে আপ্যায়নের ব্যবস্থা তো ছিলই।
এ আয়োজনে বিস্ময় প্রকাশ করেন নবদম্পতি। তাঁরা বলেন, ‘আজ আমরা খুবই খুশি। তবে উইলিয়াম-কেটের বিয়ের তারিখের সঙ্গে আমাদের বিয়ের তারিখ মিলে যাওয়া কাকতাল মাত্র। আমরা বিষয়টি জানতামই না।’
দূতাবাসে বিশেষ এই আয়োজনের কারণ সম্পর্কে রাষ্ট্রদূত নিগেল বলেন, ‘আমি দেখাতে চেয়েছি, এটি (উইলিয়াম-কেটের বিয়ের অনুষ্ঠান) একই সঙ্গে মানবিক ও জাতীয় উৎসব।’
২৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবে এমন কয়েকটি জুটির সঙ্গে আগেভাগে যোগাযোগ করেন রাষ্ট্রদূত। পরে ভোটের মাধ্যমে এক দম্পতিকে বিশেষ সংবর্ধনার জন্য নির্বাচন করা হয়। সৌভাগ্যবান এই বর হলেন ফ্যাবিয়ানা রিভেরা ও কনে আলেজান্দ্রো অ্যান্তেজানা। রাষ্ট্রদূত গাড়ি পাঠিয়ে তাঁদের দূতাবাসে আনার ব্যবস্থা করেন। পরে তাঁদের রাজকীয় বিয়ের প্লেট উপহার দেওয়া হয়। শ্যাম্পেইন দিয়ে আপ্যায়নের ব্যবস্থা তো ছিলই।
এ আয়োজনে বিস্ময় প্রকাশ করেন নবদম্পতি। তাঁরা বলেন, ‘আজ আমরা খুবই খুশি। তবে উইলিয়াম-কেটের বিয়ের তারিখের সঙ্গে আমাদের বিয়ের তারিখ মিলে যাওয়া কাকতাল মাত্র। আমরা বিষয়টি জানতামই না।’
দূতাবাসে বিশেষ এই আয়োজনের কারণ সম্পর্কে রাষ্ট্রদূত নিগেল বলেন, ‘আমি দেখাতে চেয়েছি, এটি (উইলিয়াম-কেটের বিয়ের অনুষ্ঠান) একই সঙ্গে মানবিক ও জাতীয় উৎসব।’
No comments