জাপানের ভূমিকম্প দুর্গতদের জন্য বিরল বেহালা নিলামে
জাপানের ভূমিকম্প ও সুনামিদুর্গত মানুষের সহায়তায় তহবিল গঠনের জন্য একটি বিরল স্ত্রাদিভারিয়াস বেহালা আগামী জুনে লন্ডনে নিলামে তোলা হচ্ছে। জাপানের অলাভজনক প্রতিষ্ঠান নিপ্পন মিউজিক ফাউন্ডেশন এ নিলামের আয়োজন করেছে।
টোকিওভিত্তিক নিপ্পন ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ১৭২১ সালে তৈরি ‘লেডি ব্লান্ট’ নামের ওই বেহালাটি ২০ জুন নিলামে তোলা হবে। বিখ্যাত কবি লর্ড বায়রনের নাতনি লেডি অ্যান ব্লান্ট একসময় বেহালাটি কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, যে কয়টি স্ট্রাডিভারিয়াস বেহালা সংরক্ষিত আছে, তার মধ্যে এ বেহালাটি সবচেয়ে ভালো অবস্থায় আছে। ২০০৮ সালে বেহালাটি নিপ্পন ফাউন্ডেশন কিনে নেয়।
ইতালির বেহালা প্রস্তুতকারক গুণী শিল্পী আন্তনিও স্ত্র্রাদিভারির তৈরি আরও অনেক বেহালা নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয়েছে।
এদিকে গতকাল শনিবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে দেশটির ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের জন্য চার হাজার ৮৫০ কোটি ডলারের একটি জরুরি বাজেট পাস করা হয়েছে।
টোকিওভিত্তিক নিপ্পন ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ১৭২১ সালে তৈরি ‘লেডি ব্লান্ট’ নামের ওই বেহালাটি ২০ জুন নিলামে তোলা হবে। বিখ্যাত কবি লর্ড বায়রনের নাতনি লেডি অ্যান ব্লান্ট একসময় বেহালাটি কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, যে কয়টি স্ট্রাডিভারিয়াস বেহালা সংরক্ষিত আছে, তার মধ্যে এ বেহালাটি সবচেয়ে ভালো অবস্থায় আছে। ২০০৮ সালে বেহালাটি নিপ্পন ফাউন্ডেশন কিনে নেয়।
ইতালির বেহালা প্রস্তুতকারক গুণী শিল্পী আন্তনিও স্ত্র্রাদিভারির তৈরি আরও অনেক বেহালা নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয়েছে।
এদিকে গতকাল শনিবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে দেশটির ভূমিকম্প ও সুনামিবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের জন্য চার হাজার ৮৫০ কোটি ডলারের একটি জরুরি বাজেট পাস করা হয়েছে।
No comments