সৌদি গণমাধ্যমের ওপর নতুন করে নিয়ন্ত্রণ আরোপ
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ গণমাধ্যমের ওপর নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করেছেন। গতকাল শনিবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
গত শুক্রবার জারি করা ডিক্রি অনুযায়ী গণমাধ্যমগুলো ইসলামি শরিয়া আইনের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারবে না। এ ছাড়া বিদেশি স্বার্থের অনুকূলে যায় কিংবা জাতীয় নিরাপত্তার ভিত্তি দুর্বল করতে পারে—এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা যাবে না।
গণমাধ্যমের খবরে বলা হয়, ডিক্রি অনুযায়ী প্রকাশকদের বস্তুনিষ্ঠতা ও গঠনমূলক সমালোচনার সঙ্গে যুক্ত থাকতে হবে, যা সাধারণ মানুষের পক্ষে যায়। খবরে আরও বলা হয়, আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ রিয়াল বা এক লাখ ৩৩ হাজার ডলার জরিমানা করা হতে পারে।
খবরে বলা হয়, আইন অমান্যকারী ব্যক্তির কোনো গণমাধ্যমে কাজ করার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
সৌদি আরবের গণমাধ্যম সরকারের কড়া তত্ত্বাবধানের মধ্যে রয়েছে। শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর মালিকেরা হয়তো ক্ষমতাসীন আল-সৌদ পরিবারের সঙ্গে যুক্ত অথবা ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
গত শুক্রবার জারি করা ডিক্রি অনুযায়ী গণমাধ্যমগুলো ইসলামি শরিয়া আইনের বিরুদ্ধে কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারবে না। এ ছাড়া বিদেশি স্বার্থের অনুকূলে যায় কিংবা জাতীয় নিরাপত্তার ভিত্তি দুর্বল করতে পারে—এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা যাবে না।
গণমাধ্যমের খবরে বলা হয়, ডিক্রি অনুযায়ী প্রকাশকদের বস্তুনিষ্ঠতা ও গঠনমূলক সমালোচনার সঙ্গে যুক্ত থাকতে হবে, যা সাধারণ মানুষের পক্ষে যায়। খবরে আরও বলা হয়, আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ রিয়াল বা এক লাখ ৩৩ হাজার ডলার জরিমানা করা হতে পারে।
খবরে বলা হয়, আইন অমান্যকারী ব্যক্তির কোনো গণমাধ্যমে কাজ করার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
সৌদি আরবের গণমাধ্যম সরকারের কড়া তত্ত্বাবধানের মধ্যে রয়েছে। শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর মালিকেরা হয়তো ক্ষমতাসীন আল-সৌদ পরিবারের সঙ্গে যুক্ত অথবা ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
No comments