ইরাকে বোমা বিস্ফোরণে সন্তানসহ বিচারক নিহত
ইরাকে গতকাল শনিবার জঙ্গিদের পেতে রাখা বোমা বিস্ফোরণে এক বিচারক ও তাঁর এক সন্তান নিহত হয়েছেন। বিস্ফোরণে বিচারকের স্ত্রী ও আরেক সন্তান গুরুতর আহত হন। দেশটির পুলিশ ও বিচার বিভাগীয় কর্মকর্তারা এ কথা জানান।
বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তাজি এলাকায় বিচারক তুয়ামা আল-তামিমির বাড়ির চারপাশের কয়েকটি স্থানে বোমা পেতে রাখে জঙ্গিরা। বোমা বিস্ফোরণে বাড়িটি উড়ে যায়। এতে বিচারক ও তাঁর এক সন্তান নিহত হন। কিন্তু তাঁর পরিবারের আর কোনো সদস্য নিহত হয়েছে কি না, তা নিয়ে নানা রকম খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণে বিচারক তাঁর স্ত্রী ও মেয়েসহ নিহত হয়েছেন। এদিকে বিচার বিভাগীয় মুখপাত্র আবদেলসাত্তার জানান, বিচারক তামিমি তাঁর তিন সন্তানসহ নিহত হয়েছেন।
বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তাজি এলাকায় বিচারক তুয়ামা আল-তামিমির বাড়ির চারপাশের কয়েকটি স্থানে বোমা পেতে রাখে জঙ্গিরা। বোমা বিস্ফোরণে বাড়িটি উড়ে যায়। এতে বিচারক ও তাঁর এক সন্তান নিহত হন। কিন্তু তাঁর পরিবারের আর কোনো সদস্য নিহত হয়েছে কি না, তা নিয়ে নানা রকম খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণে বিচারক তাঁর স্ত্রী ও মেয়েসহ নিহত হয়েছেন। এদিকে বিচার বিভাগীয় মুখপাত্র আবদেলসাত্তার জানান, বিচারক তামিমি তাঁর তিন সন্তানসহ নিহত হয়েছেন।
No comments