নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দল গড়ছে মুসলিম ব্রাদারহুড
মিসরের নিষিদ্ধঘোষিত ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুড গতকাল শনিবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় দেশটির পার্লামেন্টারি নির্বাচনে অংশ নিতে দল গঠন করতে যাচ্ছে তারা।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ হুসেইন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈঠকের মাধ্যমে আন্দোলনের উপদেষ্টা পরিষদ নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দলের নাম হবে ফ্রিডম অ্যান্ড জাস্টিস। আমরা পরিষদের নির্দেশিত পথে দলের আকার ও কার্যক্রম নির্ধারণ করেছি। দলের প্রধান হবেন ব্রাদারহুডের পোলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল-মুরসি। দলটি সংগঠন থেকে পুরোপুরি আলাদা হলেও ব্রাদারহুডের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ হুসেইন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈঠকের মাধ্যমে আন্দোলনের উপদেষ্টা পরিষদ নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দলের নাম হবে ফ্রিডম অ্যান্ড জাস্টিস। আমরা পরিষদের নির্দেশিত পথে দলের আকার ও কার্যক্রম নির্ধারণ করেছি। দলের প্রধান হবেন ব্রাদারহুডের পোলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল-মুরসি। দলটি সংগঠন থেকে পুরোপুরি আলাদা হলেও ব্রাদারহুডের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে।
No comments