সিরিয়ায় ৩০০ বিক্ষোভকারী গ্রেপ্তার
সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলি সাকবা থেকে গতকাল বৃহস্পতিবার ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সেনারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের দাবিতে সে দেশে সাত সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। আজ শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ দিবস পালনের ডাক দিয়েছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।
নাম না প্রকাশ করার শর্তে একজন বিক্ষোভকারী জানান, সেনা সমর্থন নিয়ে নিরাপত্তা কর্মকর্তারা গতকাল সাকবা থেকে ৩০০ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ধর্মীয় নেতা রয়েছেন। সিরিয়ার সামরিক বাহিনীর রাজনৈতিক শাখার প্রধান জেনারেল রিয়াদ হাদ্দাদ বলেন, ‘দারায় সফল অভিযানের পর আমরা সেখান থেকে সেনাদের সরিয়ে নিতে শুরু করেছি।’
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সিরিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৬০৭ জন নিহত হয়েছে। প্রায় আট হাজার লোক গ্রেপ্তার বা নিখোঁজ হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে একজন বিক্ষোভকারী জানান, সেনা সমর্থন নিয়ে নিরাপত্তা কর্মকর্তারা গতকাল সাকবা থেকে ৩০০ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ধর্মীয় নেতা রয়েছেন। সিরিয়ার সামরিক বাহিনীর রাজনৈতিক শাখার প্রধান জেনারেল রিয়াদ হাদ্দাদ বলেন, ‘দারায় সফল অভিযানের পর আমরা সেখান থেকে সেনাদের সরিয়ে নিতে শুরু করেছি।’
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সিরিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ৬০৭ জন নিহত হয়েছে। প্রায় আট হাজার লোক গ্রেপ্তার বা নিখোঁজ হয়েছে।
No comments