লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা পাকিস্তানের হেফাজতে থাকা আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা মার্কিন কর্মকর্তাদের ওপর মারমুখী ছিলেন। গত বৃহস্পতিবার মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।
সিএনএন বলেছে, জিজ্ঞাসাবাদ-প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট থাকা একজন পাকিস্তানি ও দুজন মার্কিন কর্মকর্তা তাদের জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা লাদেনের স্ত্রীদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তিন স্ত্রীকে একসঙ্গেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সিএনএন বলেছে, জিজ্ঞাসাবাদ-প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট থাকা একজন পাকিস্তানি ও দুজন মার্কিন কর্মকর্তা তাদের জানান, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা লাদেনের স্ত্রীদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তিন স্ত্রীকে একসঙ্গেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
No comments