শেষ আটে নিউজিল্যান্ড
ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরি। সঙ্গে রস টেলরের ৪৪ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে নিউজিল্যান্ডের রানের পাহাড়, ৬ উইকেটে ৩৫৮! জবাবে পুরো ৫০ ওভার খেলে কানাডার সংগ্রহ ৯ উইকেটে ২৬১ রান। মুম্বাইয়ে ৯৭ রানের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।৩৫৯ রানের অসম্ভবের পথে শুরুতেই ধাক্কা খায় কানাডা। দলীয় ২ রানে প্রথম আর ৫০ রানে তৃতীয় উইকেটের পতন। তবে নিউজিল্যান্ডকে হেসে-খেলে জিততে দেননি অধিনায়ক আশিষ বাগাই ও জিমি হানসারা। কিউই বোলারদের হতাশায় ডুবিয়ে এ দুজন গড়ে তোলেন ১২৫ রানের জুটি। ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফেরেন বাগাই। হানসারাকে ফেরাতে পারেনি নিউজিল্যান্ড। এক প্রান্ত আগলে রেখে ৭০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৩৫৮/৬ (৫০ ওভার)
ম্যাককালাম ১০১, টেলর ৭৪
বাইদান ৮৪/৩, বালাজি ৬২/২
কানাডা ২৬১/৯ (৫০ ওভার)
বাগাই ৮৪, হানসারা ৭০*
ওরাম ৪৭/৩, মিলস ২/২
ম্যাচ সেরা: ব্রেন্ডন ম্যাককালাম
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ৩৫৮/৬ (৫০ ওভার)
ম্যাককালাম ১০১, টেলর ৭৪
বাইদান ৮৪/৩, বালাজি ৬২/২
কানাডা ২৬১/৯ (৫০ ওভার)
বাগাই ৮৪, হানসারা ৭০*
ওরাম ৪৭/৩, মিলস ২/২
ম্যাচ সেরা: ব্রেন্ডন ম্যাককালাম
No comments