হতাশায় অবসরে যাচ্ছেন স্ট্রাউস-পিটারসেন!
হল্যান্ডের বিপক্ষে লড়াই করে জয়, ভারতের সঙ্গে ‘টাই’, আয়ারল্যান্ডের কাছে হার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হারতে জয়, সর্বশেষ চট্টগ্রামে বাংলাদেশের কাছে হার! আর সইতে পারছেন না অ্যান্ড্রু স্ট্রাউস ও কেভিন পিটারসেন। বারবার কষ্ট পাওয়ার চেয়ে এমন স্নায়ুক্ষয়ী খেলা ছেড়ে দেওয়াই তো ভালো!
যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক মেইলের খবর—ওয়ানডে ক্রিকেট আর নয়, অবসরে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বিশ্বকাপের পরই ওয়ানডেকে আনুষ্ঠানিকভাবে ‘বিদায়’ বলে দেবেন তিনি। সম্ভবত স্ট্রাউসের সঙ্গে ‘বিদায়’ বলে দেবেন কেভিন পিটারসেনও।
বিশ্বকাপের পর স্ট্রাউস ও পিটারসেনের ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর খবরকে নিছক ‘গুজব’ বলে দাবি করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিউজ মরিস। বিবিসি রেডিও ফাইভকে মরিস বলেন, ‘আমি প্রতিবেদনটা দেখিনি। শুধু এটুকু বলতে পারি, কারও সঙ্গেই এ নিয়ে আমাদের কথা হয়নি। এটা পুরোপুরি গুজব।’
যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক মেইলের খবর—ওয়ানডে ক্রিকেট আর নয়, অবসরে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বিশ্বকাপের পরই ওয়ানডেকে আনুষ্ঠানিকভাবে ‘বিদায়’ বলে দেবেন তিনি। সম্ভবত স্ট্রাউসের সঙ্গে ‘বিদায়’ বলে দেবেন কেভিন পিটারসেনও।
বিশ্বকাপের পর স্ট্রাউস ও পিটারসেনের ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর খবরকে নিছক ‘গুজব’ বলে দাবি করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিউজ মরিস। বিবিসি রেডিও ফাইভকে মরিস বলেন, ‘আমি প্রতিবেদনটা দেখিনি। শুধু এটুকু বলতে পারি, কারও সঙ্গেই এ নিয়ে আমাদের কথা হয়নি। এটা পুরোপুরি গুজব।’
No comments