বায়ার্নের প্রতিশোধের ম্যাচ?
ইউরোপের ফুটবলে আজ আবার চ্যাম্পিয়নস লিগের রাত। শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের পাশাপাশি মাঠে নামছে সাবেক তিন চ্যাম্পিয়ন। তিনবারের ইউরোপ-সেরা ম্যানচেস্টার ইউনাইটেড যাচ্ছে ’৯৩ চ্যাম্পিয়ন মার্শেইয়ের মাঠে। চারবারের সেরা বর্তমান রানার্সআপ বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে খেলবে ইন্টারের বিপক্ষে।
ইন্টারের বিপক্ষে ম্যাচটি বায়ার্নের জন্য প্রতিশোধের। গত মৌসুমে ফাইনালে ইতালির এ দলটির কাছে হেরেই শিরোপা-স্বপ্ন বিসর্জন গিয়েছিল বায়ার্নের। সেই প্রতিশোধ সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে জিতে নিয়ে এলেও কি মনের জ্বালা জুড়িয়েছে জার্মানির সেরা ক্লাবটির! যতটুকু বাকি আছে, সেটুকু মনে হয় এবার মেটাতে চাইবে তারা। হিসাব বলছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়েও আছে বায়ার্নই। নিজেদের মাঠে ড্র করলেও যে শেষ আটে জায়গা হয়ে যাবে।
মার্শেইয়ের সঙ্গে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে বলে হিসাব-টিসাব তেমন কিছু নেই ম্যানইউর। অবশ্য এবার খেলাটা ম্যানইউর মাঠে হওয়ায় ন্যূনতম ১-১ গোলের ড্র করতে পারলেও অ্যাওয়ে গোলের হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে মার্শেই।
ইন্টারের বিপক্ষে ম্যাচটি বায়ার্নের জন্য প্রতিশোধের। গত মৌসুমে ফাইনালে ইতালির এ দলটির কাছে হেরেই শিরোপা-স্বপ্ন বিসর্জন গিয়েছিল বায়ার্নের। সেই প্রতিশোধ সান সিরোতে প্রথম লেগে ১-০ গোলে জিতে নিয়ে এলেও কি মনের জ্বালা জুড়িয়েছে জার্মানির সেরা ক্লাবটির! যতটুকু বাকি আছে, সেটুকু মনে হয় এবার মেটাতে চাইবে তারা। হিসাব বলছে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এগিয়েও আছে বায়ার্নই। নিজেদের মাঠে ড্র করলেও যে শেষ আটে জায়গা হয়ে যাবে।
মার্শেইয়ের সঙ্গে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে বলে হিসাব-টিসাব তেমন কিছু নেই ম্যানইউর। অবশ্য এবার খেলাটা ম্যানইউর মাঠে হওয়ায় ন্যূনতম ১-১ গোলের ড্র করতে পারলেও অ্যাওয়ে গোলের হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে মার্শেই।
No comments