এলটিটিইর প্রশিক্ষণ শিবির থাকার অভিযোগ অস্বীকার ভারতের
ভারতে তামিল গেরিলাদের প্রশিক্ষণ শিবির থাকার অভিযোগ গত বৃহস্পতিবার জোরালোভাবে অস্বীকার করেছে নয়াদিল্লি। অনুমাননির্ভর ও অসমর্থিত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযোগ আনা থেকে বিরত থাকতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়ারত্নে গত বুধবার অভিযোগ করেন, দেশে ফিরে হামলা চালানোর উদ্দেশ্যে তামিল গেরিলারা ভারতের তামিলনাড়ু প্রশিক্ষণ নিচ্ছে। সেখানে লিবারেশন টাইগার অব তামিল ইলমের (এলটিটিই) অজ্ঞাতসংখ্যক গেরিলা অবস্থান করছে। কিন্তু ভারতের সরকারি মুখপাত্র বিষ্ণু প্রকাশ এ ধরনের অভিযোগ নাকচ করে বলেন, ‘আমাদের দেশের মাটিতে এ ধরনের কোনো শিবির নেই।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়ারত্নে গত বুধবার অভিযোগ করেন, দেশে ফিরে হামলা চালানোর উদ্দেশ্যে তামিল গেরিলারা ভারতের তামিলনাড়ু প্রশিক্ষণ নিচ্ছে। সেখানে লিবারেশন টাইগার অব তামিল ইলমের (এলটিটিই) অজ্ঞাতসংখ্যক গেরিলা অবস্থান করছে। কিন্তু ভারতের সরকারি মুখপাত্র বিষ্ণু প্রকাশ এ ধরনের অভিযোগ নাকচ করে বলেন, ‘আমাদের দেশের মাটিতে এ ধরনের কোনো শিবির নেই।
No comments