মিস ইউনিভার্সে ব্রিটেনের প্রথম মুসলিম নারী!
শানা বুখারি নামের এক মুসলিম তরুণী আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। তিনি অংশ নিলে এটিই হবে এই সুন্দরী প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেনের কোনো মুসলিম নারীর প্রথম অংশগ্রহণ।
ম্যানচেস্টারের বাসিন্দা ২৪ বছর বয়সী শানা বলেন, ‘আমি চাই, আরও মুসলিম নারী প্রতিযোগিতাটিতে অংশ নিক। কারণ, এখানে শারীরিক সৌন্দর্য ছাড়াও আরও অনেক দিক বিবেচনা করা হয়।’ ১ মে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স গ্রেট ব্রিটেনের বিজয়ীসেপ্টেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সেপ্রতিদ্বন্দ্বিতা করবেন।
ম্যানচেস্টারের বাসিন্দা ২৪ বছর বয়সী শানা বলেন, ‘আমি চাই, আরও মুসলিম নারী প্রতিযোগিতাটিতে অংশ নিক। কারণ, এখানে শারীরিক সৌন্দর্য ছাড়াও আরও অনেক দিক বিবেচনা করা হয়।’ ১ মে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স গ্রেট ব্রিটেনের বিজয়ীসেপ্টেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সেপ্রতিদ্বন্দ্বিতা করবেন।
No comments