মিডল অর্ডার নিয়ে চিন্তিত নন সাঙ্গাকারা
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। এখন পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। এখন পর্যন্ত বিশ্বকাপ মিশনটা খুব একটা খারাপ হয়নি লঙ্কানদের। তবে মিডল অর্ডারের নড়বড়ে অবস্থাই কিছুটা ভাবাচ্ছে শ্রীলঙ্কান সমর্থকদের।
উপল থারাঙ্গা, দিলশান, সাঙ্গাকারার ব্যাটে ভর করে ইনিংসের শুরুটা ভালোভাবে হলেও মিডল অর্ডার বেশ ভুগিয়েছে শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটিং অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেও খুব বেশি সুবিধা করতে পারছেন না। চার ইনিংস খেলে তিনি করেছেন ১৩৪ রান। এর মধ্যে শুধু কানাডার বিপক্ষেই করেছেন ১০০ রান। তিন ইনিংস খেলে অ্যাঙ্গেলো ম্যাথুস করেছেন ৩৯, সামারাবিরা ৬১, থিসারা পেরেরা মাত্র ২২। পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে মাত্র ১১ রানের হারের পেছনেও বেশ ভালো অবদান ছিল মিডল অর্ডারের এই ব্যাটিং বিপর্যয়ের। একমাত্র চামারা সিলভা (৫৭ রান) ছাড়া আর কেউই উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে আজকেও নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে মিডল অর্ডার নিয়েই কিছুটা চিন্তিত লঙ্কান শিবির।
শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা অবশ্য এ ভাবনাকে খুব বেশি পাত্তা দিতে চাচ্ছেন না। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সময় হলে সবাই সামনে এগিয়ে আসবে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত শুধু পাকিস্তানের বিপক্ষেই আমরা একটু খারাপ খেলেছি। অস্ট্রেলিয়া বা অন্যদের বিপক্ষে আমাদের পারফরমেন্স ভালোই ছিল। মিডল অর্ডারের অত কিছু করারও ছিল না। কাজেই তাদের ওপর যখন আসল দায়িত্বটা বর্তাবে, তখন তারা কেমন খেলতে পারে সেটাই মূল লক্ষণীয় বিষয়।’
উপল থারাঙ্গা, দিলশান, সাঙ্গাকারার ব্যাটে ভর করে ইনিংসের শুরুটা ভালোভাবে হলেও মিডল অর্ডার বেশ ভুগিয়েছে শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটিং অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেও খুব বেশি সুবিধা করতে পারছেন না। চার ইনিংস খেলে তিনি করেছেন ১৩৪ রান। এর মধ্যে শুধু কানাডার বিপক্ষেই করেছেন ১০০ রান। তিন ইনিংস খেলে অ্যাঙ্গেলো ম্যাথুস করেছেন ৩৯, সামারাবিরা ৬১, থিসারা পেরেরা মাত্র ২২। পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে মাত্র ১১ রানের হারের পেছনেও বেশ ভালো অবদান ছিল মিডল অর্ডারের এই ব্যাটিং বিপর্যয়ের। একমাত্র চামারা সিলভা (৫৭ রান) ছাড়া আর কেউই উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে আজকেও নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে মিডল অর্ডার নিয়েই কিছুটা চিন্তিত লঙ্কান শিবির।
শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা অবশ্য এ ভাবনাকে খুব বেশি পাত্তা দিতে চাচ্ছেন না। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সময় হলে সবাই সামনে এগিয়ে আসবে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত শুধু পাকিস্তানের বিপক্ষেই আমরা একটু খারাপ খেলেছি। অস্ট্রেলিয়া বা অন্যদের বিপক্ষে আমাদের পারফরমেন্স ভালোই ছিল। মিডল অর্ডারের অত কিছু করারও ছিল না। কাজেই তাদের ওপর যখন আসল দায়িত্বটা বর্তাবে, তখন তারা কেমন খেলতে পারে সেটাই মূল লক্ষণীয় বিষয়।’
No comments