নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন
নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল গতকাল রোববার রাজধানী কাঠমান্ডুতে শপথ নিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি পার্লামেন্টের ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদবের সামনে বামপন্থী ইউএমএলের (ইউনাইটেড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট) চেয়ারম্যান খানাল শপথ নেন। এ সময় তিনি বলেন, ‘আমি দেশ ও নাগরিকের দায়িত্ব সততার সঙ্গে পালন করব।’
নেপালের পার্লামেন্টের সাংবিধানিক পরিষদ এর আগে ১৬ বার প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা করে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে সাত মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়।
নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদবের সামনে বামপন্থী ইউএমএলের (ইউনাইটেড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট) চেয়ারম্যান খানাল শপথ নেন। এ সময় তিনি বলেন, ‘আমি দেশ ও নাগরিকের দায়িত্ব সততার সঙ্গে পালন করব।’
নেপালের পার্লামেন্টের সাংবিধানিক পরিষদ এর আগে ১৬ বার প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা করে ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে সাত মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়।
No comments