ফেদেরার ফিরলেন খালি হাতেই
এই প্রথম প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে উঠেছিলেন ফেদেরার। প্রত্যাশা নিশ্চয়ই ছিল শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচানো। কিন্তু পারলেন না অনেকের মতেই সর্বকালের সেরা রজার ফেদেরার। এবারও প্যারিস মাস্টার্স তাঁকে ফিরিয়ে দিল শূন্য হাতে। তাঁকে হারিয়ে ফাইনালে ঘরের ছেলে গায়েল মনফিলস। এর আগে যিনি কখনোই হারাতে পারেননি ফেদেরারকে। গ্যালারি সমর্থন পেয়ে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন মনফিলস। তবে তিনটি সেটেরই নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ৭-৬, ৬-৭, ৭-৬ গেমে জিতেছেন মনফিলস।
No comments