দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক দলিল ফেরত দেবে জাপান
দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক দলিল ফেরত দেবে জাপান। গতকাল রোববার সিঙ্গাপুরে এশিয়া-প্যাসিফিক সম্মেলনের পাশাপাশি একটি বৈঠকে দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিফুং বাক উপস্থিত ছিলেন।
বৈঠককালে নাওতো কান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিফুংকে বলেন, ‘চলতি বছরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। নতুন এ চুক্তির মাধ্যমে আমরা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভিত রচনা করেছি।’ লি এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তিনি আশা করছেন, এর মাধ্যমে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে। দক্ষিণ কোরিয়ার মন্ত্রিপরিষদের এক কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়া জাপানের উপনিবেশ ছিল। গত ২১ আগস্ট উপনিবেশ স্থাপনের শতবর্ষ পূর্ণ হয়। ওই দিন এক বিবৃতিতে নাওতো কান ঔপনিবেশিক আমলে জাপানের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক দলিল ফেরত দেওয়ার ঘোষণা দেন।
চুক্তি অনুযায়ী জোসেন সাম্রাজ্যের (১৩৯২-১৯১০) ঐতিহাসিক তথ্যসহ এক হাজার ২০০-এর বেশি দলিল দক্ষিণ কোরিয়াকে ফিরিয়ে দেবে জাপান।
বৈঠককালে নাওতো কান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিফুংকে বলেন, ‘চলতি বছরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। নতুন এ চুক্তির মাধ্যমে আমরা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভিত রচনা করেছি।’ লি এ চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তিনি আশা করছেন, এর মাধ্যমে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে। দক্ষিণ কোরিয়ার মন্ত্রিপরিষদের এক কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়া জাপানের উপনিবেশ ছিল। গত ২১ আগস্ট উপনিবেশ স্থাপনের শতবর্ষ পূর্ণ হয়। ওই দিন এক বিবৃতিতে নাওতো কান ঔপনিবেশিক আমলে জাপানের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক দলিল ফেরত দেওয়ার ঘোষণা দেন।
চুক্তি অনুযায়ী জোসেন সাম্রাজ্যের (১৩৯২-১৯১০) ঐতিহাসিক তথ্যসহ এক হাজার ২০০-এর বেশি দলিল দক্ষিণ কোরিয়াকে ফিরিয়ে দেবে জাপান।
No comments