মেক্সিকোতে ভূমিধসে ১৮ জন নিহত
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গত বুধবার ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৬ জন। ভারী বর্ষণের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির সবচেয়ে দক্ষিণে অবস্থিত চিয়াপাস অঙ্গরাজ্যের গণপূর্ত প্রধান গুইলার্মো কাস্টেলানোস জানান, প্রদেশের রাফোর্মা গ্রামে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের আটজন প্রাপ্তবয়স্ক এবং বাকিরা শিশু। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ওই গ্রামে এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে একই অঙ্গরাজ্যের নুয়েভা কলম্বিয়া গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে একজন নারী, দুটি শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।
এদিকে ওয়াক্সাকা অঙ্গরাজ্যের শান্তা মারিয়া তালাহুইলটোলটেপেক শহরে একই ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছে নয়জন।
দেশটির সবচেয়ে দক্ষিণে অবস্থিত চিয়াপাস অঙ্গরাজ্যের গণপূর্ত প্রধান গুইলার্মো কাস্টেলানোস জানান, প্রদেশের রাফোর্মা গ্রামে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের আটজন প্রাপ্তবয়স্ক এবং বাকিরা শিশু। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ওই গ্রামে এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে একই অঙ্গরাজ্যের নুয়েভা কলম্বিয়া গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে একজন নারী, দুটি শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।
এদিকে ওয়াক্সাকা অঙ্গরাজ্যের শান্তা মারিয়া তালাহুইলটোলটেপেক শহরে একই ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছে নয়জন।
No comments