পাকিস্তানে আত্মঘাতী বোমায় শিশুসহ ১৭ জন নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে লাকি মারওয়াত শহরে গতকাল সোমবার একটি পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু ও নয়জন পুলিশ রয়েছে। ঘটনাস্থলে শিশুদের বই ও স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় পুলিশ কর্তকর্তারা এ কথা জানান। এ সপ্তাহে তৃতীয়বারের মতো এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটল।
গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলায় প্রায় ১০০ জন নিহত হয়।
এ হামলার সঙ্গে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরপরই এ ঘটনাগুলো ঘটল।
যুক্তরাষ্ট্র তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বা তালেবান মুভমেন্ট অব পাকিস্তানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা’ হিসেবে ঘোষণা দেওয়ার দুই দিন পরই গত শুক্রবার তালেবান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে শিগগিরই হামলা চালানো হবে বলে হুমকি দেয়।
গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মিছিলে বোমা হামলায় প্রায় ১০০ জন নিহত হয়।
এ হামলার সঙ্গে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরপরই এ ঘটনাগুলো ঘটল।
যুক্তরাষ্ট্র তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বা তালেবান মুভমেন্ট অব পাকিস্তানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা’ হিসেবে ঘোষণা দেওয়ার দুই দিন পরই গত শুক্রবার তালেবান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে শিগগিরই হামলা চালানো হবে বলে হুমকি দেয়।
No comments