ঘূর্ণিঝড় ফানাপিতে চীনে মৃতের সংখ্যা ৫৪
চীনে ঘূর্ণিঝড় ফানাপির আঘাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে এবং এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন। গত সোমবার এটি চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ানদন প্রদেশে আঘাত হানে। সে দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়।
সিনহুয়া জানায়, ফানাপির কারণে ওই এলাকা থেকে ৭৯ হাজার লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে গুয়ানদন কর্তৃপক্ষ কিছু এলাকার দুর্গতদের ত্রাণ দিতে হেলিকপ্টার ব্যবহার করছে। তারা হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে।
সিনহুয়া আরও জানায়, নিখোঁজদের মধ্যে ২৫ জনকে ভূমিধসের পর থেকে পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়-সংশ্লিষ্ট দুর্যোগে তিন হাজার ৬০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে।
সিনহুয়া জানায়, ফানাপির কারণে ওই এলাকা থেকে ৭৯ হাজার লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে গুয়ানদন কর্তৃপক্ষ কিছু এলাকার দুর্গতদের ত্রাণ দিতে হেলিকপ্টার ব্যবহার করছে। তারা হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলছে।
সিনহুয়া আরও জানায়, নিখোঁজদের মধ্যে ২৫ জনকে ভূমিধসের পর থেকে পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়-সংশ্লিষ্ট দুর্যোগে তিন হাজার ৬০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে।
No comments