সমকামীদের বিয়েকে বৈধতা দিল আর্জেন্টিনা
সমকামীদের বিয়েকে বৈধতা দিয়েছে আর্জেন্টিনা। গতকাল বৃহস্পতিবার সে দেশের সিনেটে এ-সংক্রান্ত একটি আইন পাস হয়েছে। মাত্র ৬ ভোটের ব্যবধানে আইনটি পাস হয়। আর্জেন্টিনা লাতিন আমেরিকার প্রথম দেশ যেখানে সমকামীদের বিয়ে বৈধতা পেল।
তুমুল বিতর্কের পর সিনেটে এই আইন পাস হয়। এর পক্ষে ৩৩ এবং বিপক্ষে ২৭ ভোট পড়ে। ভোট গ্রহণের সময় তিনজন সিনেটর অনুপস্থিত ছিলেন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এই আইনের কঠোর সম-ালোচনা করে।
আর্জেন্টিনার ফেডারেশন অব লেসবিয়ানের সভাপতি মারিয়া রেচিড বলেন, প্রায় সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমকামী বিয়ের বৈধতার পক্ষে মত দিয়েছে।
তুমুল বিতর্কের পর সিনেটে এই আইন পাস হয়। এর পক্ষে ৩৩ এবং বিপক্ষে ২৭ ভোট পড়ে। ভোট গ্রহণের সময় তিনজন সিনেটর অনুপস্থিত ছিলেন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এই আইনের কঠোর সম-ালোচনা করে।
আর্জেন্টিনার ফেডারেশন অব লেসবিয়ানের সভাপতি মারিয়া রেচিড বলেন, প্রায় সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমকামী বিয়ের বৈধতার পক্ষে মত দিয়েছে।
No comments